কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে একবার বিরতির পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন দলের সভাপতিমন্ডলির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান। এর আগে গত নবম ও দশম সংসদ নির্বাচনে আব্দুর রহমান দুইবার সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ঘোষণা করার চারদিন পর প্রস্তুতি সম্পন্ন করে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় আসার একদিন আগে নিজের ফেসবুক ফেরিফাইড পেজে নেতাকমীদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন।
আরও পড়ুন : নাশকতার মামলায় জামায়াত নেতা আটক
বুধবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নির্বাচনী এলাকার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা দিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। এ সময় আব্দুর রহমান ছাদ খোলা জীপ গাড়িতে দাড়িয়ে আলফাডাঙ্গা সদরের চৌরাস্তা, বোয়ালমারীর সহস্রাইল বাজার, বাইখীর চৌরাস্তা, বোয়ালমারী চৌরাস্তা, সাতৈর বাজার, কাদিরদী বাজার, মধুখালীর মাইজকান্দি মোড়, মধুখালী রেলগেট ও নিজগ্রাম কামালদিয়ায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
আব্দুর রহমানের আগমনে তিন উপজেলার এসব পয়েন্টে দুপুরের পর থেকেই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাতে ভীড় জমাতে দেখা যায়, এলাকার কর্মী সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণ। এ সময় তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। আব্দুর রহমানের সাথে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বহরে এবং নির্বাচনী এলাকার মোড়ে মোড়ে প্রায় ২০-৩০ হাজার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ঢল নামে। এ সময় আব্দুর রহমান দুই পাশের জনসাধারণকে ছাদ খোলা গাড়ীতে দাড়িয়ে হাত নাড়িয়ে অভিনন্দন জানায়।
আরও পড়ুন : নাশকতার মামলায় জামায়াত নেতা আটক
এ সময় বিভিন্নস্থানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ, সহসভাপতি মানোয়ার হোসেন মানু, আসাদুজ্জামান মিন্টু, সেলিম আহমেদ, প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিব, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আ. আলীম সোজা, আলফাডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান, পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু, বোয়ালমারী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর আ.লীগের আহ্বায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন বিশ্বাস, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাহাত খান, সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, জেলা যুবলীগের সদস্য দাউদুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, তিন উপজেলার স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ আরো অনেকেই।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, আমাকে জননেত্রী শেখ হাসিনা আপনাদের কাছে দলীয় মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আমি এর আগেও দুইবার এমপি থাকাকালীন আপনাদের আমানতের খিয়ানত করি নাই। আপনাদের মাঝে একজন সেবক হয়ে আগামী দিনগুলি কাটিয়ে যেতে চাই। আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে তিন উপজেলাকে মডেল হিসেবে উপহার দিবো ইনশাআল্লাহ।
আরও পড়ুন : ধান কুড়াচ্ছি, পিঠা বানামু
নৌকায় সকলকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, নৌকায় ভোট দিলে দেশে বড় বড় উন্নয়ন হয়, নৌকায় ভোট দিলে দেশে শান্তিশৃঙ্খলা বজায় থাকে। আওয়ামী লীগ সরকার আছে বলেই বহিঃবিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর এটি একমাত্র শেখ হাসিনা সরকার আছে বলেই সম্ভব হয়েছে। সবশেষে তিনি সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            