জেলা প্রতিনিধি: রাজশাহীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন : ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর বোয়ালিয়া থানার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।
আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৬
তিনি জানান, শোভন এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৫৭৯) নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আয়রন মার্কেটের রাখা ছিল। ভোর ৪ টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটির চালকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়া আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও বলেন, কে বা কারা এই আগুন দিয়েছে সেটা জানা যায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এসকে/এমআর