খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন : চট্টগ্রামে মা-বাবাকে হত্যার চেষ্টা
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা ঘোনাপাড়া বিলের পানি থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ফলদা ঘোনাপাড়া বিলের পানিতে বস্তাবন্দি একটি লাশ ভেসে থাকতে দেখে আমরা ভূঞাপুর থানা পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন : সরকার না থাকলে চাকরি থাকবে না
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ্ জানান, ফলদা ঘোনাপাড়া বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দি একটি লাশ উদ্ধার করা হয়েছে।
তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সান নিউজ/এমআর