সারাদেশ

চাকরির প্রলোভন দিয়ে প্রতারণা, আটক ১

আমিরুল হক, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে চাকরির প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. ফুলচান প্রামানিক নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন: আল-বদর বাহিনী প্রধান খলিলুর গ্রেফতার

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯ টায় শহরের নীচুকলোনী থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করা করে। আটক ফুলচান টাংগাইলের গোবিন্দাস ভূয়াপুর এলাকার মৃত মকরম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলচান নিজেকে মীর আকতার কোম্পানির নিয়োগপ্রাপ্ত ফোরম্যান দাবি করেন। এই কোম্পানী সৈয়দপুর বিমানবন্দর নির্মাণ কাজ পেয়েছে এবং এ কাজের জন্য চারশত জন শ্রমিক নিয়োগ করা হবে প্রচারণা চালান। প্রচারণা চালিয়ে বিভিন্ন এলাকার ৫০ জনের কাছে ৫ থেকে ৬ হাজার টাকা নেন। নিজেকে ফোরম্যান দাবি করলেও কোম্পানির নিয়োগপত্র বা কোন প্রমাণ দেখাতে পারেনি ফুলচান। তার রিরুদ্ধে মীর আকতার কোম্পানির নাম ভেঙ্গে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নিয়োগের নামে বায়োডাটা ও টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পেয়ে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

ভুক্তভোগীরা জানান, নিয়োগের কথা বলে তাদের দশ দিন ধরে সৈয়দপুরে এনে রেখেছে। যে কোম্পানীর কথা বলে তাদের আনা হয়েছে, সেই কোম্পানির কোন হদিস পায়নি তারা। বসে বসে খেয়ে তাদের পকেটের জমা টাকাও শেষ হয়ে গেছে।

টাংগাইল সদরের মৃত শহিদুলের ছেলে নবগত প্রকৌশলী রাইসূ ইসলাম জানান, সাইট ইঞ্জিনিয়ার নিয়োগের কথা বলে সৈয়দপুরে এনে তার কাছ থেকে কোম্পানির সিকিউরিটির নামে ছয় হাজার টাকা নিয়েছে।

আরও পড়ুন: মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

গাইবান্দার পূর্ব ইদাখালির আলম মিয়ার ছেলে সাদেক আলী জানান, বাবুর্চি হিসেবে নিয়োগ দেওয়ার কথা তার কাছ থেকে ৫ হাজার ৬৪০ টাকা নিয়েছে। গাইবান্দা থেকে বাকিতে পাতিল, কড়াই, বালতি, প্লেট গ্লাসসহ রান্নার সামগ্রী কিনে সৈয়দপুরে আসেন তিনি।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফুলচান নামে একজন ব্যক্তিকে আটক রাখা হয়েছে। তবে তার ব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা