আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: সকালের কনকনে শীত উপেক্ষা করে অধীর অপেক্ষায় কোমলমতি শিক্ষার্থীরা। তারা আজ নতুন বছরের নতুন বই পাবে। প্রধান অতিথির হাত থেকে নতুন বই নিয়ে হাসিমুখে ঘরে ফিরবে তারা। অপেক্ষার পালা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের বই তুলে দেন। নতুন বই পেয়ে খুশি ক্ষুদে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ জানুয়ারী) সকালে নীলফামারীর সৈয়দপুুরের কয়া মিস্ত্রিপাড়ায় বেসরকারি সংস্থা ঢাকা আহছানিয়া মিশনের শিক্ষার্থীদের মাঝে বই দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোখছেদুল মোমিন।
 (1)_1641294317.jpg)
এছাড়া ওইদিনে শহরের হাতিখানা ক্যাম্পে স্বপ্নসিঁড়ি ডাম ইউসিএলসি’তে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন প্রধান ও আজহারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্থার ফিল্ড ম্যানেজার আব্দুল করিম, মনিটরিং অফিসার নূরে আলম সিদ্দিকী, মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটওয়ারী, টেকনিক্যাল অফিসার বিল্লাল হোসেন, জয়নাল আবেদীন, সুপারভাইজার ছামিউল ইউসুফ ও আকাইদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এমকেএইচ