শিরখাড়া ইউনিয়ন পরিষদ
সারাদেশ

মাদারীপুরে পাল্টাপাল্টি হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে মাদারীপুরের শিরখাড়া ইউনিয়নের বল্লভদী এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে চেয়ারম্যান প্রার্থী হেলাল খানকে বর্তমান ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকরা অস্ত্রের মুখে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হেলালের লোকজন মজিবরের গাড়ি ভাঙচুর করে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে হেলাল খান বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আমি আমার বাড়ির কাছেই ছিলাম। হঠাৎ মজিবর ও তার কর্মীরা এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় মজিবর আমার দিকে ‘অস্ত্র ঠেকিয়ে’ তুলে নেওয়ার চেষ্টা করলে আমার কর্মীরা বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার বাড়ি ঘরে হামলা করে এবং আমার নেতা-কর্মীদের আহত করে।

এদিকে অভিযোগ অস্বীকার করে হেলালের বিরুদ্ধে পাল্টা ‘হত্যা চেষ্টার’ অভিযোগ তুলেছেন শিরখাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মজিবর।

তিনি বলেন, আমি নির্বাচনী প্রচারণা শেষে রাতে বাড়ি ফিরছিলাম। পথে হেলাল খানের এলাকায় তার সমর্থিত সন্ত্রাসীরা আমার গাড়ি রোধ করে এলোপাতাড়ি কোপায় এবং ভাঙচুর করে। এ সময় আমাকে হত্যারও চেষ্টা করে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। থানায় দুই পক্ষই এসেছিল। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ বিফলে যাবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশী...

২৯ এপ্রিল: বিপ্লবী রবি নিয়োগীর জন্মদিন

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

অবৈধ আদেশ পালন করে জনরোষের শিকার পুলিশ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরি...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

রাজনৈতিক বিতর্কমুক্ত সংস্কারের সুপারিশ ইসির

সরকারকে রাজনৈতিক বিতর্কমুক্ত এবং আর্থিক সংশ্লেষ নে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা