নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের লালপুরে একটি সরকারি দিঘি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মোখলেছ (৫০) নামে একজন নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার চংধুপই ইউনিয়নের ঈশ্বর পাড়া এলাকায় সরকারি একটি দিঘি নিয়ে একই গ্রামের পশ্চিম পাড়া এলাকার বাদশা গ্রুপ ও দিঘিপাড়া এলাকার সাফু মন্ডল গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে বাদশা গ্রুপের লোকজন দিঘির পাড়া এলাকার বিরোধপূর্ণ জমিতে এলে সাফু মন্ডল গ্রুপের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হাসুয়ার কোপে সাফু মন্ডলের সমর্থক মোখলেছ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্ঠা চালাচ্ছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় লালপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি ফজলুর রহমান।
সাননিউজ/জেআই
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            