সারাদেশ

পাটুরিয়ায় আটকা আছে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক

নিজস্ব প্রতিবেদক: পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই পথের পণ্যবাহী ট্রাকগুলো পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ব্যবহার করছে। জরুরি পণ্য ও যাত্রীবহনকারী গাড়িকে অগ্রাধিকার ভিত্তিতে পার করার ফলে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আটকা পড়েছে ছয় শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন আটকাপড়া ট্রাকের চালক ও সহযোগিরা।

যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস ও জরুরি পণ্যবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌপথ পারাপার করায় পাটুরিয়া ঘাট এলাকায় আটকে যাচ্ছে সাধারণ পণ্যবাহী ট্রাক। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন ট্রাকের চালক ও সহযোগীরা।

শুক্রবার (২০ আগস্ট) বেলা ২টার দিকে পাটুরিয়া ঘাটের গিয়ে দেখা যায়, পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। ছোট-বড় মিলিয়ে ৫০০ এর বেশি গাড়ি অপেক্ষায় রয়েছে পার হওয়ার।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান এসব তথ্য জানান।

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে ঘাটমুখী সড়কের সাত কিলোমিটার আগেই উথুলী সংযোগ মোড় এসব পণ্যবাহী ট্রাক আটকে দেওয়া হচ্ছে বলে জানান শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) আশীশ কুমার স্যানাল।

তিনি বলেন, আরিচামুখী সড়কে শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমে গেলেই এখান থেকে সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ এসব ট্রাক ছেড়ে দেওয়া হবে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে। এতে ফেরির ট্রিপও কমে গেছে। ফেরির কোনো সমস্যা হলে আমরা ভাসমান কারখানায় এনে দ্রুত মেরামতের চেষ্টা করি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামে বড় রো রো ফেরিটি মধুমতি ভাসমান কারখানায় মেরামত অবস্থায় রয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন বাস ও ছোট গাড়ি এবং জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করায় ঘাট এলাকায় সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে যাচ্ছে। পাটুরিয়ায় দুটি ট্রাক টার্মিনালে চার শতাধিক ট্রাক নৌপথ পারাপারে অপেক্ষমাণ রয়েছে।

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ থাকায় এ নৌপথে ট্রাকের চাপ বেড়েছে। এই বাড়তি চাপ সামাল দিতে এ নৌপথে কয়েকটি ফেরিও সংযুক্ত করা হয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ১৮টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (৩ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

ফেনীতে তালিকাভুক্ত ছিনতাইকারী বাদশা গ্রেফতার

ফেনীতে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত এক ছিনতাইকারী চক্রের প্রধানকে গ্রেফতার...

সিন্ধু নদে বাঁধ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করলে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি...

ঝড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টির হতে পারে। তাই সেসব এলাকার নদ...

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

বর্তমান সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতার...

ফেনীতে পুকুরে ডুবে দুই শিশুর করুন মূত্যু

ফেনীর দাগনভুইয়ায় পুকুরে ডুবে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) দুপ...

সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে কৃষকদলের বিক্ষোভ

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহ...

মুক্তিযোদ্ধাদের অসম্মান এবং চাঁদাবাজির অভিযোগে ফুলবাড়ীতে উত্তেজনা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধাদের অসম্মান ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে ত...

নীলফামারীতে ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জনকে সম্মাননা প্রদান

নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’ এর পঞ্চম...

বগুড়ায় সাংবাদিক নজরুলের ওপর বর্বর সন্ত্রাসী হামলায় উদ্বেগ

মহান মে দিবস ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাতে বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিক নজরুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা