সারাদেশ

কাউন্সিলরের ‘টোকেন’ ছাড়া মেলেনি টিকা

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: কাউন্সিলরের বিশেষ টোকেন ছাড়া করোনার টিকা পাননি গাজীপুর সিটি করপোরেশনের বাসিন্দারা।

শনিবার (৭ আগস্ট) গণটিকা কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে এসেও টিকা না দিয়ে ফিরতে হয়েছে অনেককে। এ নিয়ে গণটিকা কেন্দ্রে আসা মানুষের মধ্যে অসন্তোষ দেখা গেছে।

জানা গেছে, শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বিপ্রবর্থা স্কুল কেন্দ্রে টিকা নিতে যায় স্থানীয়রা। গণটিকা কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে এসেও কাউন্সিলরের টোকেন না থাকায় টিকা না দিয়ে ফিরতে হয়েছে অনেককে। টিকা নেয়ার সময় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা কাউন্সিলরের টোকেন দেখাতে বলেন। ওই সময় টোকেন না থাকায় অনেককে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। ফলে অসংখ্য মানুষ কেন্দ্রে গিয়েও টিকা না নিয়ে বাড়ি ফেরত আসেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসএম ফারুক আহমেদ বলেন, ‘এ ওয়ার্ডে প্রায় ২২ হাজার লোক রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে ছয়টি এলাকা থেকে ১০০ জন করে ৬০০ টিকার টোকেন দিয়েছি। যাতে বিশৃঙ্খলা না হয়।’

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকাদান কেন্দ্রে গেলেই করোনার টিকা দেয়া হবে। যারা টিকাদান কেন্দ্রে আগে যাবেন তারা আগে টিকা পাবেন। এ জন্য কারো কোনো টোকেনের প্রয়োজন নেই। যদি কেউ টোকেন দিয়ে টিকার ব্যবস্থা করেন তবে তা সঠিক করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা