সারাদেশ

লকডাউনে কেমন আছে তারা

শওকত জামান,জামালপুর: ওরা নিন্মআয়ের শ্রমজীবী মানুষ। দিন আনে দিন খায়। রোজগার না হলে ঘরে চুলো জ্বলেনা। অভুক্ত থাকতে হয় পরিবারের লোকজনদের। উপায় নেই,তাই খেয়ে না খেয়ে পার করতে হয় দিন। খাবার না পেয়ে ক্ষিধায় শিশুদের কান্নায় বুক ফেঁটে যায় অসহায় বাবা-মাদের। এই চলমান লকডাউনে কাজ না থাকায় এই মর্মপীড়া তাদের মনে বেশী করে বাজছে।

বাংলাদেশের দরিদ্রপীড়িত জেলা জামালপুর। নদী ভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন ও নিন্মআয়ের মানুষের সংখ্যা বেড়েই চলছে এই জেলায়। রিকশা চালনা, ঠেলাগাড়িহকারী, ফুটপাতে সবজীসহ তরকারী বিক্রিকারী,দোকানপাটে কর্মচারী,হোটেল শ্রমিক ও পরিবহনে শ্রমিকসহ নানা পেশায় জড়িয়ে রয়েছে। বর্তমানে করোনাকালে কঠোর বিধি নিষেধে এসব পেশার নিন্মআয়ের মানুষের কর্মের পরিধি সংকোচিত হওয়ায় এবং কোন কোন ক্ষেত্রে কর্মের সুযোগ না থাকায় আয়ের পথ বন্ধ হয়ে পড়েছে। তাদের দিন কাটে অনাহারে অর্ধাহারে। পাই কোন সরকারী-বেসরকারি সাহায্য সহযোগিতা। পাশে এস দাঁড়ানি সমাজের বিত্তশালীরা। খোঁজ নেইনি জনপ্রতিনিধিরাও। কর্মহীন এসব নিন্মআয়ের মানুষের কষ্টমাখা জীবনের গল্প শুনবে কে?

লকডাউনে শ্রমজীবী মানুষ কেমন চলছে ধোঁজ নিতে মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে গিয়ে ছিলাম জামালপুরের প্রধান বাসষ্ট্যান্ডে। সেখানে জটলা বেঁধে অলস সময় পাড় করছে পরিবহন শ্রমিকরা। তাদের মধ্যেই একজন পরিরহন শ্রমিক ৩৫ বছর বয়সি জয়নাল আবেদন । তিনি বাসের ড্রাইভার। এই বাসড্রাইভার আক্ষেপের সুরে বলেন, গাড়ী বন্ধ মানে আমগো সবই বন্ধ। গাড়ির চাকা চললে আমগো পেট চলে,ঘরে চুলো জ্বলে,দু’মুঠ পেটভরে খেতে পাই। খুব কষ্টের মধ্যে দিন পাড় করছি। দেশে করোনা সংক্রামণ বাড়ায় সরকার লকডাউন দিছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছে। যতদিন লকডাউন প্রয়োজন থাকুক। কিন্তু লকডাউনের জন্য কি আমরা মরমু। সরকার ঘরে ঘরে খাবার পৌঁছে দেয় এই দাবি রইলো স্থানীয় প্রশাসনের প্রতি।

বিসিক সড়কের সামনে কথা হয় সদরের কেন্দুয়া কালিবাড়ির অটো রিকসা চালক মঞ্জুরুল আলমের সাথে। করুন সুরে তিনি বলেন, সংসারে চারজন মানুষ খাওইয়ে। ঘরে বউ পোলাপান না খেয়ে আছে। নিরুপায় হয়ে এই কড়াকড়ির মধ্যেও অটোবাইক নিয়া বের হয়েছি। রাস্তায় মানুষ নেই আছে পুলিশ। সামনে পড়লেই অটোবাইকের তিন চাকায় লিক করে দেয়। প্রতি চাকা লিক সড়াতে লাগে ৪০ টাকা। এমনেই কামাই নেই। খামু কি? অটোবাইকের ভাড়া ও ঘর ভাড়াই দিমু ক্যমনে। খুবই কষ্টে দিন কাটছে।

বাসষ্ট্যান্ড এড়িয়ায় বন্ধ থাকা নিজ পান দোকানের সামনে দাঁড়িয়ে আছে শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর গ্রামের ৩০ বছর বয়সি দোকানি ইসমাইল। চোখেমুখে কষ্টের ছাঁপ। করোনা সংক্রামনের শুরু থেকেই ব্যবসা খারাপ যাচ্ছে। কঠোর লকডাউনের বিধি নিষেধে তাঁর পান দোকানটি বন্ধ। তিনি জানালেন কষ্টমাখা সংসারের গল্প। আয় রোজগারের একমাত্র উপায় আমার এই দোকান। ৬দিন ধরে বন্ধ থাকায় ঘরের চুলোয় আগুন জ্বলছেনা। বউ পোলাপান না খাইয়া আছে। ওগো মুখে খাবার জুটামু ক্যামনে। আল্লায় আমগো করোনায় মরণ দেয়না ক্যান।

জয়নাল আবেদিন,মঞ্জুরুল আলম ও ইসমাইলের মতো নিন্মআয়ের মানুষের একই অবস্থা। তারা বেঁচে থাকতে সরকারী-বেসরকারি,স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজের ধনবান মানুষের প্রতি সাহায্যের আবেদন করেছে। অসহায় মুখগুলো খাবার চায়।

জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা বেগম বলেন, লকডাউনেও সংক্রামণ কমছেনা বরং বাড়ছে। লকডাউনে নিন্মআয়ের মানুষজন সমস্যায় পড়েছে। খুব শীগ্রই নিন্ম আয়ের মানুষজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা নেয়া হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

শাপলা নয় এনসিপিকে বালতি-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন

শাপলা প্রতীক নয় বরং বেগুন, বালতিসহ ৫০টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এন...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইডস ম...

আ. লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজ...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক, নিরাপত্তার দাবি জামায়াতের

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় ইসরায়েলের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা