সারাদেশ

সড়কে নেই গণপরিবহন, রিকশা-ইজিবাইকের দাপট

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১১ দফা নির্দেশনা দিয়ে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনের শুরুর দিনে নিষেধাজ্ঞার কারণে যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চলছে সেই সাথে খোলা রয়েছে দোকানপাটও। মানুষও রাস্তায় বের হয়েছে।

লকডাউনের নিষেধাজ্ঞার মধ্যেও প্রয়োজনের তাগিদে মানুষ রাস্তায় বের হতে বাধ্য হয়েছে। কিন্তু সব চললেও শুধু গণপরিবহন না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ খেটে খাওয়া ও অফিসগামী মানুষ।

সোমবার (৫ এপ্রিল) চুয়াডাঙ্গা শহরের বেশ কয়েকটি স্পট ঘুরে দেখা যায় এসব চিত্র।

জেলা শহরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাচাঁমাল ও ঔষধ এবং হোটেল রেস্তোরা খোলা রয়েছে। সাধারণ ব্যবসায়ীরা নিজ নিজ দোকানের সামনে বসে অলস সময় কাটাতে দেখা গেছে। অনেক ব্যবসায়ী দোকানের একটি পাল্লা খুলে চুপিসারে বেচাকেনা করছেন।

চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে কথা হয় চাকরিজীবী মিজানুর রহমানের সাথে তিনি জানান, অফিস খোলা থাকলে বাসা থেকে বের হতেই হবে। সবার পরিবার আছে। রুটি-রুজির চিন্তা আছে। সুতরাং অফিস খোলা থাকলে করোনার ভয়ে ঘরে বসে থাকার সুযোগ নেই।

তিনি আরো জানান, রাস্তায় যাত্রীবাহী পরিবহন চলছে না। তবে রিকশা, ইজিবাইক, ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

মোটরসাইকেল নিয়ে বের হওয়া আনোয়ার হোসেনের সাথে কথা হয় চুয়াডাঙ্গা একাডেমী মোড়ে। তিনি জানান, লকডাউন হলে কি! অফিস তো বন্ধ নেই। আগের মতোই অফিসে যাচ্ছি।

এদিকে, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৪ জন সুস্থ হয়েছে ১ হাজার ৬২৩ জন এবং জেলায় এ যাবত মারা গেছে ৫৮ জন এর মধ্যে জেলায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিতে যেয়ে মারা যায় ৫ জন।

বর্তমান একজন ঢাকায়সহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসলেশনে ১৬ জন এবং নিজ নিজ বাসভবনে চিকিৎসাধীন আছে ৬২ জন।

স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসচেতনতামূলক মাইকিং, কাউন্সিলিং ও ব্যানার ফেসটুন টানানোসহ মাস্ক বিতরণেরও কাজ স্বাস্থ্যবিভাগ, জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং বিভিন্ন এনজিও দাতব্য প্রতিষ্ঠান।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপু...

দেশের ৫০ ভাগ নারী, নারীদের নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী।...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা