নওগাঁ প্রতিনিধি:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন।
এতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য নওগাঁ জেলাকে লকডাউন করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১১টি উপজেলাসহ পুরো নওগাঁ জেলা অবরুদ্ধ থাকবে।
এ বিষয়ে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ জানান, ‘ইতিমধ্যে জেলার প্রতিটি প্রবেশদ্বারে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। একইসঙ্গে সরকারি নির্দেশ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সতর্কতায় থাকতে বলা হয়েছে।
বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে সম্মিলিত দায়িত্ব পালন করবেন।’
তবে চিকিৎসা, খাদ্যেপণ্যের জরুরি পরিষেবা এর আওতার বাইরে থাকবে।
জেলা প্রশাসক আরও জানান, দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও নওগাঁ জেলা এখনও মুক্ত রয়েছে। তবে জেলার মানুষের দাবির প্রেক্ষিতে নওগাঁকে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            