সারাদেশ

ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অসহায় নারী

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বালুর ট্রাকের ধাক্কায় মনজেলা খাতুন (৪৫) নামের এক নারী গুরুতর আহত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ক্রসবার-৪ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হন মনজেলা খাতুন বলুটিয়া চরের নুর হোসেনের স্ত্রী।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, কালিয়া হরিপুর ইউনিয়নের চরসাপড়ী এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে একটি মহল। এই বালু বিভিন্ন এলাকায় ট্রাক যোগে বিক্রি করা হচ্ছে। পাইকপাড়া ক্রসবার-৪ দিয়ে প্রতিদিন বালুবাহী ট্রাকগুলো চলাচল করায় যেমন ক্রসবার-৪ এর ক্ষতি হচ্ছে, পাশাপাশি ঘটছে দূর্ঘটনা। এর এক পর্যায়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একটি বালুবাহী ট্রাক মনজেলা খাতুনকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত মনজেলার দেবর শাহ আলম বলেন, আমার ভাবী বাড়ী থেকে গরু নিয়ে মাঠে যায়। মাঠ থেকে ফেরার পথে একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার মাথায় ৩টি সেলাই ও কোমড়ে জখম হয়।

তিনি আরো জানান, মেসার্স আলিফ কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানের নামে দীর্ঘদিন যাবত বেকু দিয়ে ক্রসবার-৪ এর বালু উত্তোলন করে বিক্রি করছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ জানান, বিষয়টি আমি অবগত নই। তবে যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/আরকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা