সারাদেশ

খাসজমিতে ইউএনওর গাড়িচালকের বহুতল ভবন

নিজস্ব প্রতিনিধি, পাবনা: খাসজমি দখল করে সেখানে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে পাবনার ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কার্যালয়ের গাড়িচালক মুকুল উদ্দিনের বিরুদ্ধে। তিনি ওই খাসজমি লীজ নিয়ে সেখানে ভাড়াটিয়া হয়ে বসবাস করছিলেন ২৫ বছর ধরে। এখন ওই জমিতে বহুতল ভবন নির্মাণ শুরুর পর সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, নিয়ম-নীতি উপেক্ষা করে ফরিদপুর পৌর এলাকার প্রধান সড়কের পাশের খাসজমিতে গত চার মাস ধরে ভবন নির্মাণের কাজ করছেন ইউএনও’র গাড়িচালক মুকুল উদ্দিন। কিন্তু সরকারি অফিসের চালক হওয়ায় কেউ তাকে বাধা দিতে সাহস পায়নি। বিষয়টি নিয়ে তারা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন লাভ হয়নি।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারী নগর এলাকায় ইউনিয়ন ভূমি অফিসের সামনে দুই ইউনিট বিশিষ্ট পাঁচতলা এই ভবনের নির্মাণকাজ চলছে। পাঁচতলা বিশিষ্ট দু’টি ইউনিটের ভবনের বেসওয়ার্ক ও গ্রাউন্ড ফ্লোরের পিলার নির্মাণের কাজ শেষ হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, সরকারি অফিসের গাড়িচালক হওয়ায় প্রভাব খাঁটিয়ে দিনে দিনে খাসজমির পুরনো বাড়ির অবকাঠামো ও গাছপালা কেটে বিক্রি করে এখন অবৈধভাবে পাঁচতলা ভবনও নির্মাণ শুরু করেছেন মুকুল উদ্দিন। যখন তিনি পুরনো কাঠামো ভেঙ্গে সরকারি জমি থেকে গাছ বিক্রি করছিলেন, তখন স্থানীয়রা পাবনার জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এখন তিনি বহুতল ভবন নির্মাণ করছেন।

বনওয়ারী নগর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা কেএম হাবিবুল হক জানান, মুকুলের দখলে থাকা পৌর এলাকার খালিশাদহ মৌজায় ১২ শতাংশ আয়তনের সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে এক সময় ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের সরকারি বাসভবন ছিল। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ১৯৯৬ সালে মাসিক দুই’শ টাকা ভাড়া চুক্তিতে বাড়িটি স্ত্রী রাশিদা বেগমের নামে ইজারা নেন মুকুল উদ্দিন। ১৯৯৭ সাল থেকে তিনি সেখানে বসবাস শুরু করেন।

‘এটি খাস জমি। সরকারি সম্পত্তি হওয়ায় সেখানে স্থায়ীভাবে কংক্রিটের পাকা স্থাপনা নির্মাণের কোনো অধিকার রাখেন না চালক মুকুল উদ্দিন।’ এমন মন্তব্য ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা কেএম হাবিবুল হকের।

অভিযোগের বিষয়ে গাড়িচালক মুকুল উদ্দিন বলেন, সরকারি নিয়ম অনুযায়ী জমি বরাদ্দের আবেদন করেছি। যেহেতু আমার পরিবার গত ২৫ বছর ধরে এখানে বসবাস করছে, সেহেতু সরকারি নিয়ম অনুসারে জমিটি অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার অধিকার আমার আছে। আমার স্ত্রীর নামে পৌরসভা হোল্ডিং ট্যাক্স ও বৈদ্যুতিক বিলও হালনাগাদ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমার বসবাসের ঘর নষ্ট হয়ে পড়ায় বাড়ির কাজ শুরু করেছি। স্থানীয় কিছু ভূমিদস্যু জায়গাটি দখল করার অপচেষ্টায় আমাকে উচ্ছেদ করতে চাইছে। তাই তারা এসব অভিযোগ ছড়াচ্ছে।

ইজারা নেওয়া সরকারি জমিতে পাকা স্থাপনা গড়ার সুযোগ নেই উল্লেখ করে ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ আলী বলেন, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেওয়া হবে।

ইউএনও বলেন, যারা অভিযোগ করেছেন তারাও অবৈধ দখলদার। খালিশাদহ মৌজায় প্রায় এক দশমিক ৩৬ একর সরকারি জমি বেদখলে রয়েছে।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা