সারাদেশ

বাস্তবায়িত হচ্ছে পার্বত্য আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : রাঙামাটিতে ২৪৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। নকশার এখনও অনুমোদন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকশার অনুমোদন করলে প্রকল্পটির নির্মাণ কাজ শুরু করা হবে। রাঙামাটি গণপূর্ত বিভাগের সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণে ইতিমধ্যে ২৪৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে একনেক। রাঙামাটি শহরের কলেজগেট এলাকার সুদীপ্তা দেওয়ান পাড়ায় নির্মিত হচ্ছে কমপ্লেক্সটি। প্রকল্পটি বাস্তবায়ন করবে রাঙামাটি গণপূর্ত বিভাগ।

রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে, সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়। এরপর জায়গা নির্বাচন করা হয়। এতে রাঙামাটি শহরের কলেজগেট সংলগ্ন সুদীপ্তা দেওয়ান পাড়ায় তিন প্লটে মোট ৩১ দশমিক ৯২ একর জায়গা নির্বাচন করে তা ডিজিটাল সার্ভে করা হয়েছে। ইতোমধ্যে জায়গাটি অধিগ্রহণের জন্য রাঙামাটি জেলা প্রশাসনের কাছে প্রস্তাবনা পাঠিয়েছে রাঙামাটি গণপূর্ত বিভাগ।

সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণে জমি অধিগ্রহণসহ ২৪৪ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। জেলা প্রশাসন, বন বিভাগ ও গণপূর্ত বিভাগ যৌথভাবে জরিপ করে জায়গা নির্বাচন করেছে। ডিজিটাল সার্ভে শেষে জায়গাটি অধিগ্রহণের জন্য রাঙামাটি জেলা প্রশাসনের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

প্রকল্পের প্রাথমিক কাজ প্রায় শেষ। কেবল নকশার অনুমোদন বাকি। প্রধানমন্ত্রী নকশার অনুমোদন করলে এবং জেলা প্রশাসন হতে জায়গা বুঝিয়ে পেলে পার্বত্য আঞ্চলিক পরিষদের কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করা হবে। এ কমপ্লেক্সে পার্বত্য আঞ্চলিক পরিষদের প্রধান কার্যালয় ভবন এবং চেয়ারম্যানের বাসভবনসহ অন্য ভবনগুলো নির্মিত হবে।

এদিকে পার্বত্য আঞ্চলিক পরিষদের কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করার আগেই ওই এলাকায় বসবাসরত বাঙালিদের মধ্যে শুরু হয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। এনিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। আবার কেউ কেউ বলছে ওখানে বসবাসরত প্রায় ৫০ পরিবার উঠে যাওয়ার আশংকা প্রকাশ করছে।


সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী

কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু সৈন্য প্রাণ হার...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বুধবার (...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা