সারাদেশ

শিক্ষানবীশ আইনজীবীর বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ফেসবুকে অপপ্রচারের দায়ে মোজাম্মেল হোসেন সুমন নামে এক শিক্ষানবীশ আইনজীবীর বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে মো. আল-আমিন নামে অন্য শিক্ষানবীশ আইনজীবী সাংবাদিকদের কাছে মোজাম্মেলের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি আল-আমিন বাদি হয়ে সদর মডেল থানায় মোজাম্মেলসহ ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। একই অভিযোগ তিনি লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকের কাছেও জমা দিয়েছেন।

অভিযুক্ত মোজাম্মেল লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার শাহ আলমের ছেলে ও লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের শিক্ষানবীশ আইনজীবী। তিনি নিজেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য পরিচয় দিয়ে থাকেন। অভিযুক্ত অন্যরা হলেন বাঞ্চানগর এলাকার আবদুল্যা মিয়ার ছেলে মো. হাবিব ও লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড লামচরী এলাকার বাবলুর ছেলে তাইয়েব মিজি।

অভিযোগ সূত্র জানা যায়, ভূক্তভোগী আল-আমিন লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বঞ্চানগর এলাকার খোরশেদ আলম বাবুলের ছেলে ও লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের শিক্ষানবীশ আইনজীবী। আল-আমিনদের সঙ্গে অভিযুক্ত মোজাম্মেলদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে আদালত ও থানায় মোজাম্মেলের দায়ের করা একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। কিন্তু মোজাম্মেল ওইসব মামলার ঘটনা উল্লেখ করে বিভিন্ন কুরুচিপূর্ণ লেখাসহ ফেসবুকে আল-আমিন ও তার পরিবারের সদস্যদের ছবি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। মোজাম্মেল নিজের ও কয়েকটি ফেইক আইডিতে এসব পোস্ট করে আল-আমিন ও তার পরিবারকে হেয় করছে। একপর্যায়ে আল-আমিনের স্ত্রী নুসরাত জেরিনের ফেসবুক ম্যাসেঞ্জারেও এসব তথ্য পাঠিয়েছে মোজাম্মেল।

এদিকে ১২ জানুয়ারি স্ত্রীকে নিয়ে আল-আমিন ঢাকায় শ্বশুর বাড়িতে যায়। ১৩ জানুয়ারি রাতে লোকজন নিয়ে মোজাম্মেল বিরোধীয় জমি দখলে বাঞ্চানগর এলাকায় উপস্থিত হয়। তখন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু মোজাম্মেল ঘটনাস্থল থেকে ফিরে থানায় মারধরের ঘটনায় আল-আমিনসহ তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে। ১৪ জানুয়ারি পর্যন্ত আল-আমিন ঢাকায় শ্বশুর বাড়ি ছিলেন।

ভূক্তভোগী আল-আমিন বলেন, আমি ও আমার পরিবারের সদস্যদের ছবি দিয়ে মোজম্মেল কুরুচিপূর্ণ তথ্য ফেসবুকে পোস্ট দিচ্ছে। সমাজে আমাদেরকে হেয় করার লক্ষ্যে তিনি এসব কাজ করছেন। এতে আমরা সামাজিকভাবে আতঙ্কে রয়েছি। জমি পাবে না জেনেই তিনি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

অভিযুক্ত মোজাম্মেল হোসেন সুমন বলেন, জমি নিয়ে আল-আমিনদের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। আল-আমিনদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ জমি দখলের মামলা করেছি। থানা পুলিশ আল-আমিনের অভিযোগ গ্রহণ করেনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, অভিযোগটি পেয়েছি। এটি তদন্ত চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (৩ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

ফেনীতে তালিকাভুক্ত ছিনতাইকারী বাদশা গ্রেফতার

ফেনীতে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত এক ছিনতাইকারী চক্রের প্রধানকে গ্রেফতার...

সিন্ধু নদে বাঁধ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করলে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি...

ঝড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টির হতে পারে। তাই সেসব এলাকার নদ...

বগুড়ায় সাংবাদিক নজরুলের ওপর বর্বর সন্ত্রাসী হামলায় উদ্বেগ

মহান মে দিবস ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাতে বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিক নজরুল...

ফেনীতে পুকুরে ডুবে দুই শিশুর করুন মূত্যু

ফেনীর দাগনভুইয়ায় পুকুরে ডুবে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) দুপ...

সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে কৃষকদলের বিক্ষোভ

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহ...

মুক্তিযোদ্ধাদের অসম্মান এবং চাঁদাবাজির অভিযোগে ফুলবাড়ীতে উত্তেজনা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধাদের অসম্মান ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে ত...

নীলফামারীতে ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জনকে সম্মাননা প্রদান

নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’ এর পঞ্চম...

বগুড়ায় সাংবাদিক নজরুলের ওপর বর্বর সন্ত্রাসী হামলায় উদ্বেগ

মহান মে দিবস ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাতে বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিক নজরুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা