সারাদেশ

সাতক্ষীরায় জমির বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আমজাদ গাজী (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২ জানুয়রি) বেলা ১১টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় নিহতের চাচাতো ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত আমজাদ গাজী দেয়াড়া মাঠপাড়া এলাকার মৃত ওমর আলী গাজীর ছেলে।

আটকৃতরা হলেন, নিহতের চাচাতো ভাই আনসার গাজী (৬৮), তার স্ত্রী ফুলমতি বেগম (৫০), আনসারের ছেলে দেলোয়ার হোসেনের স্ত্রী রিতা খানম (২৩) ও আরেক ছেলে শাহ আলম গাজীর স্ত্রী ফাহিমা খাতুন (২২)।

এদিকে ঘটনার খবর পেয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফজাল হোসেন, কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবিরসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় খোর্দ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুনুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, চাচাতো দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকায় সকালে আমজাদ গাজী সেখানে গেলে চাচাতো ভাই ছাত্তার গাজী ও তার পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে তারা আমজাদ গাজীকে বেধড়ক মারপিট করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় কলারোয়া হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, দুই চাচাতো ভাই আমজাদ গাজী ও আনসার গাজীর মধ্যে ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে আনসার আলী ও তার পরিবারের সদস্যদের লাঠির আঘাতে আমজাদ গাজী মারা গেছেন। এ ঘটনায় পুলিশ আনসার গাজীসহ ওই পরিবারের তিন মহিলাকে আটক করেছে।

কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, দুই চাচাতো ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ ঘটনার বিরোধেই মৃত্যু হয়েছে আমজাদ গাজীর।

তিনি আরো বলেন, প্রধান অভিযুক্ত আনসার গাজীসহ চারজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআই/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা