সারাদেশ

মাটি খেকোদের দখলে পদ্মার চর

রেজাউল করিম, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ছাত্তার মেম্বারপাড়া চর কর্নেশনা পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী একটি চক্র।

মাটি কাটার গর্ত থেকে মাত্র ১শ হতে ২শ গজ এলাকার মধ্যে দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট এবং একটি গ্রাম। ওই এলাকায় দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ১৩শ কোটি টাকা ব্যয়ে নদী শাসন, একটি বন্দর ও অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু ওই এলাকা হতে অবাধে মাটি ও বালু কাটার ফলে বন্দর এলাকা, ফেরিঘাট এবং দৌলতদিয়া ১নং ওয়ার্ডের সাত্তার মেম্বারপাড়া অতি ঝুঁকিতে রয়েছে।

স্থানীয়রা জানান, চরের মাটি ও বালু প্রতিদিন অন্তত অর্ধশত ট্রাকে বিভিন্ন ইটভাটা, পুকুর ভরাটসহ বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় বিক্রি করছে চক্রটি। প্রতিদিন মাটিভর্তি বিপুল সংখ্যক ট্রাক-লরি চলাচলের কারণে চরবাসীর একমাত্র রাস্তাটিরও বেহাল দশা হয়েছে। এতে করে চরম ভোগান্তি পোহাচ্ছেন চরাঞ্চলের সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকটি এক্সেভেটর (খনন যন্ত্র) দিয়ে মাটি ও বালু কাটা হচ্ছে।ছোট বড় ট্রাক, লরি দিয়ে দিনরাত এ মাটি-বালু বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। এভাবে চক্রটি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

মাটি কাটার কাজে ব্যস্ত এক্সেভেটর (খনন যন্ত্র) চালক মো. হাবিবুর রহমান জানান, এই এক্সেভেটর (খনন যন্ত্র) মেশিনটির মালিক দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য উসমান কাজী। তিনিই মাটি কাটার বিষয়টি দেখাশুনা করেন।

স্থানীয় কয়েকজন বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্তার মেম্বারপাড়া ও পাশ্ববর্তী চর কর্নেশনা হতে পদ্মা নদীর পাড় থেকে মাটি কাটার নেতৃত্ব দিচ্ছেন ইউপি সদস্য উসমান কাজী। তার একটু পরেই অন্য একটি এক্সেভেটর (খনন যন্ত্র) দিয়ে মাটি কাটছে বেলায়েত মন্ডল, মুসা মন্ডল, আয়ুব খাঁসহ আরো কয়েকজন জড়িত রয়েছেন। তবে জড়িত থাকা সবারই দাবি তারা তাদের নিজেদের জমি হতে মাটি কাটচ্ছেন। তবে চরের জায়গাগুলো সরকারি খাস খতিয়ানভুক্ত বলে অনেকেই জানান।

মাটির ট্রাকগুলো দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুলের পিছনের রাস্তা দিয়ে দীর্ঘদিন যাতায়াতের কারণে ওই রাস্তাটি ইতোমধ্যে ধ্বংসে গেছে এবং খানাখন্দে পরিণত হয়েছে। প্রচণ্ড ধুলোবালুতে ওই এলাকার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমানে মাটির ট্রাকগুলো ৭ নং ফেরি ঘাটের নব নির্মিত রাস্তা দিয়ে আসা যাওয়া করছে। এতে করে ওই রাস্তাটিও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

এদিকে, গত ১৬ নভেম্বর এলাকাবাসী মাটি কাটা ও গাড়ি চলাচল বন্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিলেও তিনি নিজে কোন কার্যকর পদক্ষেপ নেয়নি।

স্থানীয় কৃষক মো. ইউসুফ হোসেন বলেন, চরাঞ্চলের মানুষের চলাচলের জন্য প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল প্রায় চার ফুট উচুঁ করে আক্কাস আলী হাইস্কুলের পিছন দিয়ে সুন্দর একটি রাস্তা করেছিলেন। কয়েক বছর ধরে চর থেকে প্রতিদিন মাটি ভর্তি গাড়ি চলাচল করায় অন্তত দুই হাতের বেশি দেবে গেছে। এখন চলাচল করাই দুর্বিষহ হয়ে পড়েছে। সরকারি মাটি বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য উসমান কাজী বলেন, আমি কোন খাস জমি থেকে মাটি কাটছি না। আমার নানার জমিসহ বিভিন্ন ব্যক্তি মালিকানা জমি হতে মাটি কাটছি। জমির বিষয়টি গোয়ালন্দের সার্ভেয়ার দিয়ে যাচাই করে নিয়েছি। তবে প্রশাসনের কোন অনুমোদন নেই।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, ইউএনও’র পত্রের আলোকে আক্কাস আলী হাইস্কুলের পিছনের রাস্তা এবং হোসেন মন্ডল পাড়ার রাস্তা দিয়ে মাটির ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম জানান, চরে নদীর পাড় থেকে মাটি কেটে নেয়ার বিষয়ে কাউকে কোন অনুমতি দেয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগের পর তিনি মাটি কাটা বন্ধ করে দিয়েছিলেন বলে দাবি করেন। খোঁজ নিয়ে আবারো ব্যবস্থা নেয়া হবে বলে এই কর্মকর্তা জানান।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত, এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার...

পাথর তোলায় রাজনৈতিক দলের ‘ঐকমত্য’, পরে লুট

বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ থাকলেও পাথর উত্তোলনে রাজনৈতিক দলগুলোর স্থান...

যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধ, বিচ্ছিন্ন ঢাকা-উত্তরবঙ্গ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রক...

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা