সারাদেশ

ভোলায় ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. মামুন হাওলাদারের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী কলেজছাত্রী অভিযোগ করে বলেন, “গত ৫-৬ মাস আগে আমার খালার বাসা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে বেড়াতে যাওয়ার সুবাদে ওই এলাকার মো. রফিক হাওলাদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. মামুন হাওলাদারের সাথে আমার পরিচয় হয়। পরে মামুন হাওলাদার আমার মোবাইল নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন করে প্রেমের প্রস্তাব দেয়। আমি তার প্রস্তাবে সাড়া না দেয়ায় সে আমাকে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে সে আমাকে বিয়ে করাসহ নানা প্রতিশ্রুতি দেয়। এর পর তার সাথে আমার ফোনে কথা চলতে থাকে। সর্বশেষ গত ৩০ আগস্ট সকাল ১০টার দিকে মামুন আমাকে ঘুড়তে নিয়ে যায়। এবং সেখান থেকে আমাকে বিবাহ করার কথা বলে তার খালা মোসা. হাফসা বেগমকে দেখাইতে তার বাসায় নিয়ে যায়। হাফসা বেগম আমাদেরকে ঘরের একটি রুমে রেখে দরজা বন্ধ করে দেয়। পরে ওই রুমের মধ্যে মামুন আমাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে আমি মামুনকে বিবাহ করার কথা বললে মামুন বিভিন্ন টালবাহানা শুরু করে। এ অবস্থায় গত সেপ্টেম্বর মাসের ২ তারিখে মামুনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করি। কিন্তু মামলার দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ মামুমকে গ্রেপ্তার করেনি। আমি পুলিশকে আসামী গ্রেপ্তারের কথা বললে পুলিশ বলে আমরা আসামীকে পাইনা। কিন্তু আসামী মামুম প্রায়ই তার এলাকায় অবস্থান করে বলে আমি বিভিন্ন সূত্রে জানতে পারি।”

কলেজছাত্রী আরো বলেন, “সম্প্রতি সময়ে নোয়াখালীসহ দেশের বিভিন্ন যায়গায় ধর্ষণের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তার হলেও আমার মামলাটির বেলায় সম্পূর্ণ উল্টো। আমার মামলার দেড় মাস হয়ে গেলেও পুলিশ কেনো আসামী গ্রেপ্তার করতে পারেনি? আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে ধর্ষক মামুন ও তার সহযোগী হাফসা বেগমের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তির দাবি করছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রীর মা জেসমিন, খালা শামসুন নাহার, নানা মো. বজলুর রহমান, চাচা মো. হাসান, ফুপাতো ভাই মো. দুলাল।

এব্যাপারে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, আমরা আসমী মামুনকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি। কিন্তু আসামী ভোলায় না থাকায় তাকে আটক করা যায়নি। তার মোবাইল ট্র্যাকিং করে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচন কমিশনে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়নে মুক্তিজোটের প্রস্তাব

আজ সোমবার (১২ মে) মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্নার নেতৃত্তে সাত সদস...

বিতর্কিত স্লোগান ও জাতীয় সংগীতে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির ব্যাখ্যা

সম্প্রতি আওয়ামী লীগ নেতা–কর্মীদের দলগত বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে আয়...

ইউরোপীয় শক্তিগুলোকে ‘সংঘাতের কৌশল’ না নিতে ইরানের হুঁশিয়ারি

ইউরোপীয় শক্তিগুলোকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ‘সংঘাতমূলক কৌশল&rs...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (১২ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়...

১২ মে: উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর জন্মদিন

উপেন্দ্রকিশোর রায় চৌধুরী (১২ মে ১৮৬৩ – ২০ ডিসেম্বর ১৯১৫) বিখ্যাত বাঙাল...

বগুড়ায় তারুণ্য গড়তে একাট্টা বিএনপির সহযোগী সংগঠন

বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের রাজনৈতিক অধিকার ও ভাবনা শীর্ষক সমাবেশ সামনে রেখে...

মনোহরদীতে ট্রলি উল্টে চালক নিহত, আহত এক

নরসিংদীর মনোহরদীতে ইট বোঝাই ট্রলি উল্টে চালক রুবেল মিয়া (২২) নিহত হয়েছেন। এ...

ফ্যাসিস্ট আ.লীগ শিক্ষা ব্যবস্থার অপূরনীয় ক্ষতি করেছে: শাইন

জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশিদ শাইন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ...

আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে অবরোধ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে পরপর দুইদিন রেল অবরোধ করবে...

কদমরসুল সেতু, কাজ শুরুর আগেই নানান বিতর্ক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর উপর কদমরস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা