সারাদেশ

সিলেটে রুবেল হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের ফেঞ্চুগঞ্জে চাঞ্চল্যকর অটোরিকশাচালক রুবেল মিয়া হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড এবং একই মামলায় অন্য দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সিলেট জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, জাবের আহমদ ওরফে জাবের ও আক্তার হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুল মুকিত ও আব্দুল হাফিজ। এছাড়া খুলিলুর রহমান নামে এক আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, রায় ঘোষণাকালে আক্তার হোসেন ও আব্দুল মুকিত আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক ছিলেন।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র আরও জানায়, ২০১২ সালের ২ অক্টোবর অটোরিকশা ছিনিয়ে নিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুরের মখলিছ মিয়ার ছেলে রুবেল মিয়াকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত রুবেল স্থানীয় পালবাড়ী স্ট্যান্ডে অটোরিকশা চালাতেন। তার মরদেহ স্থানীয় একটি হাওর থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই হারুন মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচজনকে অভিযুক্ত করে ২০১২ সালের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে দায়রা ৬৬৭/১৪ মূলে রুজু হয়। এরপর ২০১৫ সালের ৬ জানুয়ারি চার্জ গঠনের মাধ্যমে বিচার কার্য শুরু হয়। মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক দুই আসামির মৃত্যুদণ্ড ও দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সান নিউজ/এক/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও ম...

নতুন লুকে ‘গোঁফ’ নিয়ে হাজির শাকিব খান

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর এতে দর...

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, কেউ নিয়ে যাবেন’– হাসপাতালের শিশু

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সম্প...

ঘরোয়া লিগ না হওয়ায় ক্ষুব্ধ নেপালি ফুটবলারদের বিক্ষোভ

গত দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ। এ...

উত্তেজনা চাই না, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বাং...

জাহানারার অভিযোগে তদন্ত কমিটি, মুখ খুললেন বিসিবি সভাপতি

জাহানারা আলমের গুরুতর অভিযোগের পর নড়েচড়ে বসেছে বাং...

সালাহউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন কর্মসূচি স্থগিত তারেকের

আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান টানা পাঁচ দিন...

শিবচরে বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও সমাবেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুর-১ আসনে সাজ্জা...

আ. লীগ সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে: রফিকুল ইসলাম জামাল

আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় ন...

বিভিন্ন দাবি নিয়ে অবস্থান কর্মসূচিতে ইবির ‘ল’ বিভাগের শিক্ষার্থীরা

নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ, বিভাগের স্থবিরতা দূর, বরখাস্ত হওয়া শিক্ষকের শাস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা