পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গণভোট ও নির্বাচনকে কেন্দ্র করে দিকনির্দেশনামূলক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাঙ্গাবালী উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তিনি ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছেন।
সাননিউজ/আরআরপি