নীলফামারী পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুষারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রবিবার (২৫ মে) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে হরিবল্লব হঠাৎপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, সদর উপজেলা তাঁতীদলের সভাপতি আনিসুল ইসলাম, জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক ফেরদৌস আহমেদ, পৌর তাঁতীদলের সভাপতি শাহরিয়ার হোসেন হাবিল প্রমুখ।
মানববন্ধন সমাবেশে অভিযোগ করা হয়, ইটাখোলা ইউনিয়নের হরিবল্লব হঠাৎপাড়া এলাকার যুবলীগ নেত্রী পারুল বেগম ও তার স্বামী সোহরাব হোসেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর।
তাদের বাড়িতে দেহব্যবসা ও মাদক ব্যবসা হয়। আওয়ামীলীগ আমলে মানুষকে ভয়ভীতি দেখিয়ে হয়রানী, মামলা দিয়ে নির্যাতন করেছে। গত ১০ মে এলাকাবাসী ও তরিকুল ইসলাম তুষার তাদের এই অসামাজিক কার্যক্রমের প্রতিবাদ করায় পারুলের সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালালে আহত হন তুষার। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।
জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি জানান, অবিলম্বে দেহব্যবসায়ী পারুল বেগম ও তার বাহিনীকে গ্রেফতার করতে হবে। আওয়ামীলীগ আমলে অনেক মানুষকে নির্যাতন ও হয়রানী করেছে।
তাঁতীদলের নেতাকে হত্যা চেষ্টা করা হয়েছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িতদেরও দ্রত গ্রেফতার করতে হবে।
সাননিউজ/ইউকে