ছবি: সংগৃহীত
সারাদেশ

কমলগঞ্জ থেকে সিএনজি চুরি

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে দুটি সিএনজি চুরি হয়েছে। চোরচক্র একটি সিএনজি নিয়ে গেলেও অপর সিএনজিটি রাস্তায় ফেলে গেছে।

মঙ্গলবার (২০ মে) ভোর রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. শিপু মিয়ার সিএনজি (রেজি: মৌলভীবাজার থ-১২/১৪১) ও কুড়ালী লক্ষিপুর গ্রামের মো. সুলতান আলীর সিএনজি (রেজি: মৌলভীবাজার থ-১৩/১৬৬৭) চুরি হয়। চোরচক্র মো. শিপু মিয়ার সিএনজিটি নিয়ে গেলেও মো. সুলতান মিয়ার সিএনজিটি তার বাড়ি থেকে প্রায় অর্ধ কিঃমিঃ দূরে ফেলে গিয়েছে। মো. শিপু মিয়া থানায় অভিযোগ দায়ের করলে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

এ বিষয়ে গাড়ির মালিক মো. শিপু মিয়া জানান- সিএনজিটি সোমবার রাতে বাড়িতে এনে গ্যারেজে রাখি। প্রতিদিনের মত এইদিনও রাত সাড়ে ৩টা পর্যন্ত সিএনজিটি পাহারা দিয়ে ঘুমিয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি গ্যারেজে সিএনজি নেই। এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।

মো. সুলতান আলী বলেন- প্রতিদিনের মত সোমবার রাতে সিএনজিটি বাড়িতে এনে রেখেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি সিএনজিটি নেই। কিছুক্ষণ পর খবর পাই সিএনজিটি আমার বাড়ি থেকে প্রায় অর্ধ কিঃমিঃ দূরে রাস্তার মধ্যে পরে আছে। সেখানে গিয়ে দেখি গাড়ির ওয়ারিং খোলে ফেলে রেখে গেছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, শিপু মিয়া নামক একব্যক্তির কাছ থেকে একটি সিএনজি চোরির অভিযোগ পেয়েছি। আমরা তাঁর বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সিএনজি'টি উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি। এছাড়া আর কোন অভিযোগ পাইনি।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা