সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে পারভেজ নামের এক মিষ্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টায় সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের আন্তি খলিফা বাড়ি সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। এদিকে লাশ দেখতে ঘটনাস্থলে ভীড় জমান উৎসুক জনতা।
আরও পড়ুন: বায়ু দূষণে হ্যাটট্রিক রাজধানী
নিহত ব্যক্তি, পার্শ্ববর্তী শাকচর ইউনিয়নের আবদুল খালেক মাওলানা বাড়ির মো. খোকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারী রাত ১১টার পর বাড়ির সামনে নিজের মিষ্টি দোকান বন্ধ করার পর থেকে নিখোঁজ হন পারভেজ। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে (৩১ জানুয়ারী) লক্ষ্মীপুর সদর থানায় একটি নিখোঁজের ডায়েরী করেন। সোমবার রাতে চররুহিতা গ্রামের একটি ধান ক্ষেতে মাথায় মাপলার পেচানো অবস্থায় পারভেজের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনরা জানান, পারভেজ কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। তার কোন শত্রু নেই। এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে বিচারের দাবী জানান স্বজনরা।
আরও পড়ুন: বাতিল হলো পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মোন্নাফ বলেন, পরিবারের পক্ষ থেকে (৩১ জানুয়ারী) সদর থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। সোমবার রাতে চররুহিতা একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            