ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন : মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫
মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় হবিরবাড়িতে হতদরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।
আরও পড়ুন : “জুলাই স্মৃতি সংযোগ করিডোর” ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপদেষ্টা আদিলুর রহমান
কম্বল বিতরণকালে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, গরিব, অসহায় ও দুঃস্থ মানুষ যেন শীতে কষ্ট না পায় সে জন্য তাদের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা অনুযায়ী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। হবিরবাড়ী ইউনিয়নে পাঁচশ কম্বল ও একটি এতিমখানা মাদ্রাসায় একশত কম্বল বিতরণ করা হয়।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            