জেলা প্রতিনিধি: নাটোরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ জনের
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার গাজীরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেজবাহ (২৫) ও মরিয়ম (১৯)। তাদের উভয়ের বাড়ি রাজশাহীর চারঘাট এলাকায়।
পুলিশ বলেন, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে দুই তরুণ-তরুণী সদর উপজেলার হয়বতপুরের দিক থেকে নাটোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে গাজির বিল এলাকায় নাটোরগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং বাসটি আটক করেছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
সান নিউজ/এএন