জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার নগরীর শাকতলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেওয়াল ধসে সাইফুল ইসলাম সাগর (১২) নামে ১ শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (২৭ মে) দুপুর পৌনে ১২টার দিকে নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ছুরিকাঘাতে বাবাকে খুন, পলাতক ছেলে
নিহত স্কুলছাত্র, তিনি শাকতলা এলাকার অলী আহমেদের ছেলে। নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্র ছিলেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার এই তথ্যটি নিশ্চিত করেছেন।
সান নিউজ/এমএইচ