ছুরিকাঘাত
জাতীয়

ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। এই ঘটনার পর থেকে ছেলে বিষ্ণু সরকার পলাতক রয়েছেন।

সোমবার (২৭ মে) সকাল পৌনে ১২ টার দিকে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিমানবাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ

নিহত ব্যক্তির নাম উমেশ সরকার (৬৫)।

নিহত উমেশ সরকারের নাতি অঙ্গন জানান, আমার নানা সিকিউরিটি গার্ডের চাকরি করেন। আজ সকালে মামা বিষ্ণু সরকারের সাথে কোনো ১ বিষয় নিয়ে নানার কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে মামা ছুরি দিয়ে নানার বুকের বাম পাশে আঘাত করেন। এরপর তিনি পালিয়ে যান। এই খবর পেয়ে আমরা আহত অবস্থায় নানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নানাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমার মামা ১টি গাড়ির গ্যারেজে কাজ করে। তিনি ঐজায়গায় নিয়মিত গাজা সেবন করেন। কিন্তু কি কারণে তিনি নানাকে হত্যা করেছেন সিই বিষয়টি এখনো জানতে পারিনি।

আরও পড়ুন: ঘরচাপায় নিহত ১

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আজ সকালের ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে উমেশ সরকার নামে ১ ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর প্রথমে তারা বলেন যে, তিনি পড়ে গিয়ে অচেতন হয়ে যায়। এর পরে ইসিজি করতে গিয়ে দেখা যায় তার বুকের বাম পাশে ধারালো অস্ত্রের ১টি আঘাতের চিহ্ন রয়েছে। তারপর তার আত্মীয়-স্বজনরা এই বিষয়টি স্বীকার না করলেও পরে জানান তার ছেলের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হয়। এসময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা