জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের মহানন্দা নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত বেড়ে ৪
শনিবার (৬ এপ্রিল) উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের মহানন্দা নদীর বজরাটেক বাগানঘাট্টি ঘাটে গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়।
মৃত শিশুরা হল- উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের রাধানগর কলোনী গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিহাদ (১০) এবং একই গ্রামের মো. সুবেদ মিস্ত্রীর ছেলে মাসুম (১২)। তারা বজরাটেক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন : বাঘায় প্লাস্টিকের গোডাউনে আগুন
পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে একই গ্রামের পাঁচ বন্ধু মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে বল খেলা শুরু করে। খেলার একপর্যায়ে জিহাদ ও মাসুম পানিতে ডুবে যায়।
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার মোসা. ওহিদা খাতুন জানান, আমার ডিউটির আগে একজনকে নিয়ে আসা হয়েছিল। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেলে স্বজনরা বাড়িতে নিয়ে চলে যান।
আরও পড়ুন : ৬ দিন ছুটি পেলেন সংবাদকর্মীরা
ভোলাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ফরিদ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাই। স্থানীয়রা আগে একজনকে উদ্ধার করেন।
ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, মহানন্দা নদীর গুজুর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় মাসুম ও তার সহপাঠী জিহাদ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            