এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): অমর একুশে বইমেলা ২০২৩ -এ মোড়ক উন্মোচন হয়েছে ‘পদ্যবাড়ির অন্দরমহল’ কাব্যগ্রন্থের।
আরও পড়ুন: আসবে, শেষ বেলায় আসবে
কবি ও ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রুমনের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘পদ্যবাড়ির অন্দরমহল’ গত শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ, বিশিষ্ট কবি আসলাম সানি, সাবেক সংস্কৃতি বিষয়ক সচিব আজিজুর রহমান আজিজ, বাংলা একাডেমির সচিব লোকমান হোসেন, এশিয়ার সক্রেটিস খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব রাজিব সরকার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান প্রমুখ।
জানা যায়, ‘পদ্যবাড়ির অন্দরমহল’ কাব্যগ্রন্থটির নাম প্রকাশের পরেই ব্যাপক সারা ফেলেছে পাঠকদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাব্যগ্রন্থটির নাম প্রকাশ হওয়ার পর প্রশংসায় পঞ্চমুখ কাব্যগ্রন্থটি।
২০২১ এর বইমেলায় সাড়া জাগানো ও আলোচিত কাব্যগ্রন্থ ‘কাব্য টোকাইয়ের অভিষেক’ এর লেখক মাহবুব রুমনের নতুন কাব্যগ্রন্থ ‘পদ্যবাড়ির অন্দরমহল’ পাওয়া যাচ্ছে বইমেলা ২০২৩ এ ছায়াবীথি স্টলে। এছাড়াও কাব্যগ্রন্থটি ঈশ্বরগঞ্জের মুন্নী লাইব্রেরীসহ বেশ কয়েকটি লাইব্রেরিতে পাওয়া যাবে বলে জানা যায়।
পদ্যবাড়ির অন্দরমহলের লেখক কবি মাহবুব রুমন বলেন, বইটি পড়ে পাঠকরা নতুন কিছু চমক পাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রকৃতি, প্রেম, সাম্য, বৈষম্যের বাইরেও বিষয় বৈচিত্রের দিক থেকে দেশের পরিসীমা ছাড়িয়ে বিদেশেও পরিব্যপ্ত।
আরও পড়ুন: সবই আল্লাহর ইচ্ছা
উল্লেখ্য, কবি মাহবুব রুমনের জন্ম ২২ নভেম্বর ১৯৯০, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার । বাবা মোঃ সিদ্দিকুর রহমান ও মা হাজেরা খাতুনের ছেলে তিনি। মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
৫ম শ্রেণী থেকেই লেখালেখির হাতেখড়ি তার। পরবর্তীতে জাতীয় দৈনিক যুগান্তরসহ, বিভিন্ন অনলাইন পোর্টাল ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক এবং বার্ষিক পত্রপত্রিকায় লেখালেখি করেন। পাশাপাশি মাসিক ম্যাগাজিনেও লেখালেখি করেন তিনি।
সান নিউজ/এনকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            