২৭ সেপ্টেম্বর রোববার, কেমন যাবে আপনার দিনটি!
আর্টস

২৭ সেপ্টেম্বর রোববার, কেমন যাবে আপনার দিনটি!

সান নিউজ ডেস্ক:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মক্ষেত্রের প্রতিটি দিনই সহজ নয়। আজকের দিনটি তেমনি একটি দিন। নিজের পরিশ্রম ও মেধা দিয়েও অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করা সহজ হবে না। দীর্ঘসূত্রীতার জালে জড়িয়ে যেতে পারেন। আপনার ওপরের কর্মকর্তার দ্বারা আজ শোষিত হতে হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): ভাগ্য উন্নতির জন্য অনেক বেশী পরিশ্রম করতে হবে। উচ্চ শিক্ষায় সফল হতে গেলে লেগে থাকার কোনো বিকল্প নেই। নিজের পরিশ্রমের উপর বিশ্বাসের থাকলে দিনের শেষে আপনি সফল হবেনই হবেন। ধর্মীয় কাজের প্রতি আপনার অবচেতন মন দুর্বল হবে। ঈশ্বরের ধ্যানেই নিজের প্রশান্তি।

মিথুন রাশি (২১ মে-২০ জুন): পাওনা দেনা মিটিয়ে ফেলতে হবে। ঋণের বোঝা যতো কমাতে পারবেন ততোই মঙ্গল। আইনগত জটিলতায় মুক্তি লাভের সুযোগ আসবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কারো ওপর রাগ জেদ বা অভিমান রাখা ঠিক হবে না। ঝুঁকিপূর্ণ কাজে আজ না যাওয়াই হবে উত্তম।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): সংসার জীবনে কিছু ছাড় দিতে পারলেই সংসার হয়ে ওঠে স্বর্গ। শুধু নিজেরটা আদায় করার মন-মানসিকতা থাকলে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়তে হবে। শিল্প কলকারখানা গড়ার লক্ষ্যে সুযোগের অপেক্ষা করতে পারেন। অংশীদারি ব্যবসায় দেখা দেওয়া বাধা বিপত্তি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মনোভাব ভালো নয়। কর্মস্থলে কাজের চাপ বৃদ্ধি পাওয়াতে অস্থির হবেন না। নিজের মতো করে কাজ করে যেতে হবে। কোনো তাড়া বা চাপের কাছে নতি স্বীকার করা ঠিক নয়। সহকর্মীদের সাহায্য করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): ভালোবাসার জন্য নিজেকে উজাড় করে দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। সন্তানের সকল আবদার পূরণ করলে পক্ষান্তরে তাকে প্রশ্রয়ই দেওয়া হয়। আপনার বহুমুখী প্রতিভার সুযোগ কেউ নেওয়ার চেষ্টা করবে। নিজের আইডিয়া কাউকে শেয়ার না করাই উত্তম।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর -২২ অক্টোবর): সংসারের সকল ভালো মন্দ আপনাকে দেখতে হবে। আত্মীয় স্বজনদের দ্বারা যতই উৎপাতের শিকার হন আর নাই হন। তাদের বিপদে পাশে দাঁড়ানোর প্রয়োজন। মায়ের সাথে চলতে থাকা দ্বন্দ্ব কমিয়ে আনতে হবে। জমি জমা সংক্রান্ত বিষয়ে আপোষ কাজে আসতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): অনলাইন ক্রয় বিক্রয়ে আজ সফল হবেন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিছু টাকা প্রাপ্তির সুযোগ আসতে যাচ্ছে। ছোট ভাই এর অলসতা আপনার উদ্বেগের কারণ হয়ে উঠবে। তার জন্য কিছু করার চেষ্টায় মগ্ন থাকতে পারেন। সাংবাদিক, মিডিয়া-কর্মী ও মুদ্রণ ব্যবসায় লাভের সুযোগ।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): আজ সারাটি দিন অর্থের জন্য বহু ছুটোছুটি করেও দিনের শেষে হতাশ হতে হবে। হাতে থাকা গচ্ছিত টাকা দ্রুত ফুরিয়ে আসার কারণে চিন্তার রেখা ফুটে উঠবে। খুচরা ও পাইকারি ব্যবসায় শুধু মূলধনের অভাবে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। শ্যালক শ্যালিকার কাছে সাহায্য চাইতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): নিজের মধ্যকার অজুহাত আজ আপনার প্রধান অন্তরায়। অলসতা ত্যাগ করে কাজে এগিয়ে যেতে হবে। মৌলিক চিন্তাভাবনার যায়গাগুলোকে প্রসারিত করুন। শরীর স্বাস্থ্যর প্রতি যত্ন নিতে হবে। জীবন সাথীর পরামর্শগুলো একবার ভেবে দেখতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আজ দিনটি যেনও আপনার সঞ্চয় ও গচ্ছিত টাকা ব্যয়ের দিন। এমন কিছু বিষয় সামনে এসে দাঁড়াবে যে তাতে না খরচ করে থাকতে পারবেন না। পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়াতে দূরের যাত্রায় অনেক বাধা সহ্য করতে হবে। কোনো আইনবিদের পরামর্শ আজ না নেওয়াই উত্তম।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): বন্ধুর কথা দিয়ে কথা না রাখার কারণে আজ ক্ষিপ্ত হতে পারেন। বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে দীর্ঘসূত্রীটা খো দেবে। দেনাদারের অজুহাত শুনতে শুনতে অস্থির হয়ে যাবেন। বেতন আদায়ের ক্ষেত্রে কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করার প্রয়োজন হতে পারে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ ভিনিসিয়ুস

আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বে বাকি আছে মাত্র দ...

ডাকসু নির্বাচনে মব সৃষ্টি করে ছাত্রদলকে বাধা দেয়া হয়েছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন...

রূপলাল-প্রদীপকে মারধরে জড়িত অনেকে চিহ্নিত, গ্রেপ্তার নেই

রংপুরের তারাগঞ্জে দুই ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও...

বলিভিয়ার মানুষ  দীর্ঘ দুই দশকের বামপন্থী শাসন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে

দুই দশক ধরে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া শাসন করছে বামপন্থী মুভমেন্ট অব সোশ্যাল...

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে বলে জা...

সব জেলায় নতুন ডিসি নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব শিগগিরই দেশের সব জেলায় নতুন জেলা...

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে আজই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ...

ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ

লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর মিশরীয় এই ফরোয়ার্ড তৃতীয়বারের মতো...

আরিয়ানই আমার ভবিষ্যতের আস্থা : শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে ভক্তদের আগ্রহ নতুন কিছু...

ডাকসুতে কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা