মুন্সীগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ শ্রমিক লীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কানাইবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সীমান্ত (২০) সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে ওই ইউনিয়নের এ আর ক্লিনিক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
এছাড়াও গ্রেপ্তারকৃতরা হলেন— একই ইউনিয়নের চর মুক্তারপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাকিব (২৬) এবং মালিপাথর গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে তন্ময় (২৫)।
সদর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কানাইবাড়ি আমির সাহেবের খালি জায়গায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে সীমান্ত, সাকিব ও তন্ময়কে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ১টি লোহার শাবল, ১টি লোহার রড ও ২টি টর্চলাইটসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, সীমান্তের বিরুদ্ধে সদর থানায় একাধিক চুরি, ছিনতাই ও মাদকসহ মোট সাতটি মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত নামে এক শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
সাননিউজ/আরপি