জাতীয়

শিক্ষকের তিন লাখ টাকা ছিনিয়ে নিলো অজ্ঞান পার্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে জসীমউদ্দীন (৫৭) নামে এক মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১টার পর মতিঝিল শাপলা চত্বর এঘটনা ঘটে।

অসুস্থ ওই ব্যক্তিকে কে বা কারা বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যায় তা কেউ বলতে পারেনি।

চিকিৎসাধীন মাদ্রাসা শিক্ষক জানান, মতিঝিলের জামিয়া দারুল উলুম মাদ্রাসার সিনিয়র বাংলা শিক্ষক তিনি। তার স্থায়ী বাড়ি গাজীপুর বোর্ডবাজার বড়বাড়ি এলাকায়। তবে বর্তমানে মাদ্রাসা বন্ধ থাকায় টিকাটুলিতে ছেলের বাসায় থাকেন।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১টার পর তিনি মতিঝিল আইএফআইসি ব্যাংকে যান টাকা তুলতে। সেখান থেকে তিন লাখ টাকা তোলেন তিনি। এরপর এক পাওনাদারকে ওই টাকা পাঠানোর জন্য ইসলামী ব্যাংকের মতিঝিল শাখায় যাচ্ছিলেন। হেটে যাওয়ার সময় পথিমধ্যে রাস্তায় এক ব্যক্তি তার গায়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। এর অল্প সময় পরই তিনি অচেতন হয়ে পড়েন। যখন জ্ঞান ফিরে তখন তিনি নিজেকে ঢামেক হাসপাতালের বেডে দেখতে পান। তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি খোয়া গেছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া আর কিছু জানাতে পারেননি।

মাদ্রাসা শিক্ষকের ছেলে তানজিমুল ইসলাম বলেন, ঢামেক ক্যাম্পের পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে বাবাকে দেখতে পাই। পরে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় বাসায় নিয়ে যাই।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই মাদ্রাসা শিক্ষককে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা