নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮৩ জনে।
ঢাকার মধ্যে ২০টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৫৮৮টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ৭৫৪ জন। ঢাকার বাইরে ২১টি ল্যাবে ২ হাজার ৮০৭টি নমুরার মধ্য শনাক্ত হয়েছে ২৮৭ জন।
ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে সারাদেশে মোট ৭ হাজার ৩৯২টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৪১ জন। এ নিযে মোট আক্রান্ত হলো ১৮ হাজার ৮৬৩ জন।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে আইসোলেশনে ভর্তি হয়েছে আরও ২০১ জন। সারাদেশে মোট আইসোলেশনে আছে ২ হাজার ৫৭০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬৩ জন।
এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯৮ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছে ৪৪ লাখ ৪২ হাজার ৪১৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ লাখ ৬৮ হাজার ২৪০ জন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.