নিজস্ব প্রতিবেদক:
এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্তদের মোট ৫০ শতাংশ রোগীই ঢাকার। এরমধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঢাকা থেকে যাওয়া আক্রান্তদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে বলে খবর পাওয়া গেছে।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩৯ জনসহ সারাদেশে মোট ৬২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন মোট ৩১৩ জন।
১২ এপ্রিল রবিবার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি আরো বলেন, পূর্বে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরো তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩৪ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় যে চার জন মারা গেছেন তাদের মধ্যে তিন জন পুরুষ ও একজন মহিলা। এদের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৬০ বছর বয়সী এক জন এবং অন্যজনের বয়স ৭০ বছর। দুইজন ঢাকায় এবং বাকি দুইজন ঢাকার বাইরে মারা গেছেন।
ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন ও আগের সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৩৪০ জনের। তাদের মধ্যে ১৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.