নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ পুলিশ সদস্য নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (৪ মে) দেশে এ পর্যন্ত ৯১৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
রবিবার (৩ মে) পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৮৫৪ জন। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রটি জানায়, সোমবার (৪ মে) পর্যন্ত আক্রান্ত ৯১৪ জনের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে শনিবার (২ মে) সকাল পর্যন্ত মারা গেছেন পাঁচ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারান্টিনে আছেন এক হাজার ২৫০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন একজন।
সান নিউজ/আরএইচ
Newsletter
Subscribe to our newsletter and stay updated.