নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন জটিলতার কারণে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির কোয়ারেন্টিন সেন্টারের কার্যক্রম বাতিল করা হয়েছে। গতরাতে সেখান থেকে সেখান থেকে মালপত্র সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।
আইএসপিআর জানায়, কিছু জটিলতার কারণে দিয়াবাড়ির কোয়ারেন্টিন সেন্টারের কার্যক্রম বাতিল করা হয়েছে। সেই সেন্টারটি এখন কোথায় স্থাপন করা হবে, তা পরে জানানো হবে।
করোনাভাইরাস সংক্রমন রোধে বিদেশ ফেরতদের কোয়রেন্টিনের জন্য ঢঙ্গি বিশ্ব ইজতেমা ময়দান ও দিয়াবাড়িতে দু’টি কোয়ারেন্টিন সেন্টার পরিচালনা দায়িত্ব পায় সেনাবাহিনীকে। গতরাতে দিয়াবাড়ি সেন্টারের কার্যক্রম বাতিল করা হয়।
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের বিরোধীতা করে গতকাল শুক্রবার বিক্ষোভ করে এলাকাবাসী। আতঙ্কিত এলাকাবাসী মনে করছে, আবাসিক এলাকায় কোয়ারিন্টিন সেন্টার স্থাপিত হলে তারা ঝুঁকির মধ্যে পড়বেন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.