নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনার নমুনা পরীক্ষা করার জন্য একটি ল্যাব স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিদিন এই ল্যাব থেকে ৪০০ জনের নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।
ঢাবির সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়ন্সেস ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ল্যাবের উদ্বোধন করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর নমুনা সরবরাহ করলে বৃহস্পতিবার থেকে পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাবির করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহবায়ক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান।
তিনি বলেন, করোনাভাইরাস টেস্টের জন্য আমাদের ল্যাব প্রস্তুত। আমাদের ৩ টি পিসিআর মেশিন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর স্যাম্পল সরবরাহ করলেই আমরা পরীক্ষা শুরু করব। তাদের সাথে কথা হয়েছে, বৃহস্পতিবার (৭ মে) থেকে স্যাম্পল দেবেন বলেছেন।
ঢাবি কর্তৃপক্ষের তথ্য অনুসারে, এই ল্যাবে প্রতিদিন প্রায় ৪০০ নমুনা পরীক্ষা করা যাবে। এছাড়া এই ল্যাবটিকে আরও পূণর্বিন্যাস ও সমৃদ্ধ করে ভাইরোলজি সংক্রান্ত উচ্চতর গবেষণা কর্মকাণ্ড পরিচালনার চিন্তা রয়েছে কর্তৃপক্ষের।
সান নিউজ/আরএইচ
Newsletter
Subscribe to our newsletter and stay updated.