পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে বাংলাদেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি আজ (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বালা হয়েছে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণে খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ হিসেবে এ সিরিজ অনুষ্ঠিত হবে। দুবাইয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের মধ্যস্থতায় দুই দেশের বোর্ডের সভাপতির উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, লাহোরে ২৪-২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে টেস্ট। এরপর দুই মাস বিরতি দিয়ে ৩ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে একমাত্র ওয়ানডে ম্যাচ। ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট। মোট তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল।