ক্রীড়া প্রতিবেদক:
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট টিমের নেতৃত্বে আছেন যথারীতি মাহমুদউল্লাহ রিয়াদ।
আগামী ৯ ও ১১ মার্চ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম অনুষ্ঠিত হবে দিবারাত্রির দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এবারের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলের নতুন মুখ হিসেবে জায়গা পেলেন সিলেটের স্পিনার নাসুম আহমেদ।
২৫ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার সর্বশেষ খেলেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। বঙ্গবন্ধু বিপিএলে ১৩ ম্যাচে ৬ উইকেট পান তিনি। ওভার প্রতি তার রানরেট ছিল ৭.২৬।
টি টোয়েন্টিতে কিপটে বোলিংয়ের জন্য নাসুমকে পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিমের সঙ্গে তুলনা করেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কোচ পল নিক্সন।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে হওয়া সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন মুশফিকুর রহীম, সাইফউদ্দিন। এবার পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনসহ মোট পাঁচ ‘বিশেষজ্ঞ’ পেসার দলে রেখেছেন নির্বাচকরা।
এক মাসের সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সফরের শুরুতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের কাছে হেরে যায় সফরকারী জিম্বাবুয়ে।
এরপর ওয়ানডে সিরিজ খেলতে এখন সিলেটে রয়েছে দুই দল। সেখানে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। আগামীকাল অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে। তারপরই দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলতে ঢাকায় ফিরে আসবে দুইদল।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ স্কোয়াড :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, সাইফ উদ্দিন, মাহাদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.