স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি সফরকারী বাংলাদেশ। প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ১৪২ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও নাইম শেখ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাট হাতে শুরুটা দারুণ করেছিল টাইগাররা। শুরু থেকেই দেখে খেলতে থাকেন তারা। দুজনের ব্যাটে অষ্টম ওভারে দলীয় অর্ধশতক পূরণ হয়। কিন্তু শেষ পর্যন্ত বড় সংগ্রহ পায়নি মাহমুদউল্লাহ রিয়াদের দল।
নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৪১ রান।
উইকেটের খোঁজে থাকা পাকিস্তান সাফল্যের মুখ দেখে একাদশ ওভারে। দুই রান নিতে গিয়ে ব্যর্থ হন তামিম। তিনি ক্রিজে পৌঁছার আগেই পাকিস্তানী উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান স্ট্যাম্প ভেঙে দেন। রান আউটের ফাঁদে পরার আগে আগে ৩৪ বলে ৩৯ রান করেন তামিম।
এরপর নাঈম ও লিটন দাসের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু পরপর দুই বলে দুজনই সাজঘরে। ১৩ বলে ১২ করে রান আউট হন লিটন। ইফতেখার আহমেদের ক্যাচে পরিণত হওয়ার আগে নাঈম শেখ খেলেন ৪১ বলে ৪৩ রানের ভালো একটি ইনিংস।
মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন মিলে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। তবে ১০ বলে ৯ রান করে হারিস রউফের বলে বোল্ড হন আফিফ। ব্যর্থদের ভীড় থেকে বেরোতে পারেননি সৌম্য সরকারও। শাহিন আফ্রিদীর বলে বোল্ড হওয়ার আগে করেন ৭ রান।
শেষ দিকে রিয়াদ ও মোহাম্মদ মিথুনের ব্যাটে দেড়শ'র কাছাকাছি যায় বাংলাদেশ। রিয়াদ ১৯ ও মিথুন ৫ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন শাহিন আফ্রিদী, হারিস রউফ ও শাদাব খান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১৪২/৫, ২০ ওভার
নাঈম শেখ - ৪৩
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.