নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা নামক স্থানে ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত করিমনের ৬ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসী উদ্ধার করে।
জানা গেছে, পার্শ্ববর্তী একটি এলাকায় ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ১২ জন শ্রমিক বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মদনডাঙ্গা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক পিছন দিক থেকে করিমনকে ধাক্কা দেয়। এসময় করিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। পিছনে থাকা অন্য একটি পণ্য বোঝাই ট্রাক তাদেরকে পিষ্ট করে চলে যায়। এসময় ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহত ৫ জনকে উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ ফয়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সান নিউজ/এসজে/কেটি
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.