খেলা

জুনিয়র টাইগারদের ঢাকায় লাল গালিচা সংবর্ধনা

ক্রীড়া প্রতিবেদক:

বিকেলে ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপজয়ী বাংলাদেশ যুব ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর থেকেই চলছে বিশ্বজয়ী আকবর আলিদের বরণ করার নানা আয়োজন। বিমানবন্দরে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেয় বিসিবি বস নাজমুল হাসান পাপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, চট্টগ্রাম সিটির মেয়র ও বিসিবি পরিচালক আ জ ম নাছিরউদ্দীন, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ বিসিবির উর্ধ্বতন কমকর্তাবৃন্দ।

সেখান থেকে বিশ্বকাপজয়ী দলকে ‘চ্যাম্পিয়ন বাস’-এ নিয়ে আসা হয় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বিমানবন্দরের মতো স্টেডিয়ামও লোকে লোকারণ্য হয়ে ওঠে আগে থেকেই। মিরপুর-১০ নম্বর থেকে ২ নম্বর পর্যন্ত এবং স্টেডিয়ামের সামনের এলাকায় অন্তত হাজার দশেক মানুষ ব্যানার, ফেস্টুন, জার্সি এবং জাতীয় পতাকা হাতে নিয়ে অপেক্ষমাণ থাকে বিশ্বজয়ী বীরদের বরণ করে নিতে।

আকবর আলিদের বাস মিরপুর ঢোকার সঙ্গে সঙ্গে অপেক্ষার অবসান ঘটে সেখানে অপেক্ষমাণ ক্রিকেট ভক্ত-সমর্থকদের। ক্রিকেটাররা স্টেডিয়ামে এসে পৌঁছার আগ পর্যন্ত পুলিশ প্রশাসন দর্শকদের উপচে পড়া ভিড় সামলাচ্ছিলেন।

কিন্তু আকবর-ইমন-রাকিবুলরা স্টেডিয়ামে প্রবেশ করার পরপরই সেই উপচে পড়া ভিড় সামলাতে পারেনি পুলিশ। হুড়মুড়িয়ে দর্শকরা প্রবেশ করে স্টেডিয়াম চত্বরে। এ সময় অন্তত আড়াই থেকে তিনশ মোটরসাইকেল শোভাযাত্রাও প্রবেশ করে স্টেডিয়ামের মূল চত্বরে।

এরপর অবশ্য দর্শকদের জন্য খুলে দেয়া হয় স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির গেট। দর্শকরা সবাই বিশ্বজয়ী বীরদের বরণের জন্য চলে যায় গ্র্যান্ড স্ট্যান্ডে।

বিসিবি কার্যালয় থেকে স্টেডিয়ামে নেমে আসার পথে আগে থেকেই বিছানো ছিল লাল গালিচা। আন্তর্জাতিক ম্যাচ শেষে যে জায়গায় পুরস্কার বিতরণ করা হয়, সেখানে রাখা ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন’ লেখা ব্যাকড্রপ। যার ঠিক সামনেই টেবিলে সাজানো ‘বিশ্বচ্যাম্পিয়ন’ লেখা কেক।

আকবর আলিরা লাল গালিচা দিয়ে সেই জায়গায় পৌঁছার পর আনা হয় বিশ্বকাপের ট্রফিটি। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আর বাংলাদেশ যুব দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি একসঙ্গে ট্রফি উঁচিয়ে অংশ নেন ফটোসেশনে।

দুই কেকের মাঝখানে রাখা হয় ট্রফিটি। তারপরই কেক কেটে উদযাপন। কনফেত্তি আর আলোর ঝলকানিতে উৎসবমুখর এক পরিবেশ শেরেবাংলায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্য সভা 

ভোলা প্রতিনিধি: প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্য ভোল...

মানুষই আমাদের ভোটের শক্তি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি, সম্প্র...

খাগড়াছড়িতে চেয়ারম্যানের অপসারণ ও পূর্ণগঠনের দাবি

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য জেলা পরিষদ খ...

অটোরিকশা ও সিএনজির দখলে ভালুকা মহাসড়ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : অবৈধ অটোরিকশা আর সিএনজি দখলে...

আজারবাইজান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য কপ-২৯ জলব...

চীনে গাড়ি চাপায় ৩৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে পথচারীদের...

বিশ্ব নেতাদের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : আজারবাইজানের বাকুতে আয়োজিত কপ-২৯ বিশ্ব জল...

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে পৃথক তি...

সরকারকে সময় দিতে হবে

নিজস্ব প্রতিবেদক : এ সরকার ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে একট...

ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দিতে ঢাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা