স্পোর্টস ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে বিশ্বের প্রায় সকল ধরনের ফুটবল লিগ। তবে ইউরোপে ধীরে ধীরে ফের শুরু হতে চলেছে বিভিন্ন পর্যায়ের লিগ।
এরই ধারাবাহিকতায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) চলতি মৌসুমে জার্মান কাপের ফাইনাল ও সেমি-ফাইনালের নতুন সূচি চূড়ান্ত করেছে। আগামী ৪ জুলাই প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
সোমবার এক বিবৃতিতে ডিএফবি জানায়, বায়ার্ন মিউনিখ ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং সারব্রুকেন ও বায়ার লেভারকুসেনের সেমি-ফাইনাল দুটি হবে যথাক্রমে আগামী ৯ ও ১০ জুন।
এছাড়া জার্মান ফুটবলের শীর্ষ দুই লিগেরও শুরু হওয়ার নতুন সূচি হয়েছে। বুন্দেসলিগা ও বুন্দেসলিগা-২ এর খেলা আগামী ১৬ মে মাঠে গড়াবে। তবে সব প্রতিযোগিতার ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
সান নিউজ/ আরএইচ
Newsletter
Subscribe to our newsletter and stay updated.