সান নিউজ ডেস্ক:
বাংলাদেশসহ বিশ্বের কাছে উহান মহামারী কভিড -১৯ এর কেন্দ্রস্থল হিসেবে একনামে পরিচিত। আর সেখানেই কিনা চিকিৎসা সেবা দিতে যাবার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশি সৈয়দা জেরিন ইমাম।
জেরিন এ বিষয়ে আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশের চীনা দূতাবাসকে এরইমধ্যে একটি লিখিত চিঠিও পাঠিয়েছেন।
সম্প্রতি এমনটাই জানিয়েছে গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাস। জেরিনের একটি চিঠি ও তার সঙ্গে একটি ছবি তাদের ফেসবুক পেজে প্রকাশ করে জেরিনের আগ্রহের ব্যাপারে নিশ্চিত করে তারা।
জেরিন বর্তমানে চীনের জিনানের শানডং বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল শিক্ষার্থী।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে চীনের মধ্য শহর উহানের একটি সামুদ্রিক খাদ্য বাজার থেকে করোনা ভাইরাস ছড়ায়।
ওই বাজারে অবৈধ বন্যপ্রাণী বিক্রি করা হতো বলে ধারণা করা হয়। সেই থেকে সমগ্র চীনের পাশাপাশি বিশ্বের কমপক্ষে ৮১ টি দেশে করোনা ছড়িয়ে পড়ে। এখন সারা বিশ্বের জন্য এক আতংকের নাম কোভিড-১৯।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.