ইন্টারন্যাশনাল ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস গণতন্ত্রের জন্য এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জার্মানির পার্লামেন্টে দেয়া এক ভাষণে এ কথা বলেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।
তিনি বলেন, এই চ্যালেঞ্জ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে।
জার্মানিতে করোনার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এই মহামারির পরবর্তী ধাপের বিপদ অত্যন্ত সতর্কতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করতে দেশটির নাগরিকদের প্রতি তিনি আহ্বান জানান।
পার্লামেন্টে মেরকেল বলেন, এখানেই ভাইরাসের শেষ নয়, সবে শুরু। আরও দীর্ঘ সময় ধরে আমাদের এর সঙ্গে লড়তে হবে।
তিনি বলেন, আমি জানি, বিধি-নিষেধগুলো কতটা কঠিন; এটা গণতন্ত্রের জন্যও চ্যালেঞ্জ। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার সীমিত করে ফেলেছে। গণমাধ্যমের অবাধ স্বাধীনতা; যা পরিস্থিতিকে সহনীয় করতে এবং গণতান্ত্রিক স্বচ্ছতা বজায় রাখতে সহায়তা করে; সেসবও খর্ব হচ্ছে।
জার্মান চ্যান্সেলর বলেন, এটা অত্যন্ত ভালো যে, মানুষ পরস্পরের প্রতি বেশ সহমর্মিতা দেখাচ্ছে।
দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসতাগে মেরকেল বলেন, আমাদের জনগণ এবং তাদের জীবনের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ইউরোপের বিভিন্ন দেশ করোনা মোকাবিলায় হিমশিম খেলেও জার্মানিতে সেই চিত্রটা ভিন্ন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.