বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তিকারি ঝালকাঠির রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জাকির হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসার সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পনির মৃধা, মাসুম, রবিউল ও সায়েম আকন।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন তিনবারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তি করেছেন। তিনি খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে মাদ্রাসার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন:
“বাংলাদেশের আরেক নাটকীয়তার অবসান ঘটলো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
মাদ্রাসা অধ্যক্ষের কটুক্তির প্রতিবাদ করায় স্থানীয়দের সহ এক সংবাদকর্মীকে মামলার হুকুমি দেওয়া হয় মাদ্রাসার প্যাডে লিখিত এক বিজ্ঞপ্তিতে। এরপরই ক্ষোভে ফুঁসে উঠে এলাকাবাসী।
এ ছাড়াও মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে বাজে আচরণ সহ নানা স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। মানববন্ধনে বক্তারা দ্রুত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেনের অপসারণের দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষুদ্ধ এলাকাবাসী অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
সাননিউজ/আরআরপি