নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকার কারণে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ডেডিকেটেড করেছে সরকার।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে ২৫ এপ্রিল শনিবার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এই কথা বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, হাসপাতালটি শুধু কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য পরিচালিত হবে।
সেখানে আরও বলা হয়, এই হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য সব ব্যয় সরকার থেকে বহন করা হবে।
প্রসঙ্গত, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য এরইমধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, বাবুবাজারের মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ও নতুন ভবন এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকে ডেডিকেটেড করা হয়েছে।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.