সান নিউজ ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৬১। মৃত্যুবরণ করেছেন ৬ জন ও সুস্থ হয়েছেন ২৬ জন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) আক্রান্ত ৬১ জনের জনের তথ্য প্রকাশ করে। এতে দেখা যায় সারাদেশে শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত ৯টি জেলায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পরেছে।
জেলাগুলো হলো : ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, কুমিল্লা, চুয়াডাঙ্গা, কক্সবাজার, গাইবান্ধা ও রংপুর।
সবচেয়ে বেশি আক্রান্ত জেলা ঢাকা বিভাগে রয়েছে। মূলত ওই জেলাগুলোতে বেশি সংখ্যক বিদেশ ফেরত মানুষ রয়েছে।
৩৬ জন আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে ঢাকাতেই। মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জে ৬, গাইবান্ধায় ৪ ও অবশিষ্ট জেলাগুলো বাকি আক্রান্তরা ধরা পড়েছে।
ঢাকা জেলার মনিপুর ও বাসাবোতে সব থেকে বেশি সংক্রমণ দেখা গেছে।