ইন্টারন্যাশনাল ডেস্ক:
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে নাজেহাল সমগ্র বিশ্ব। কিন্তু এর মাঝেও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সীমান্ত। ঘটেছে গোলা বিনিময়ের ঘটনা।
রবিবার (১২ এপ্রিল) দুই পক্ষের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, গোলা বর্ষণে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত ও দুই পাকিস্তানি আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার ও কামানের গোলায় এই হতাহতের ঘটনা ঘটে।
শনিবার (১১ এপ্রিল) থেকে এই থেমে থেমে গোলাবর্ষণ শুরু হয়, যা রবিবার থেমেছে। ভারত অধিকৃত কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার বলেন, 'পাকিস্তানি বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানালে নিয়ন্ত্রণ রেখায় বাস করা তিন নাগরিক নিহত হন। তাদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন। এছাড়াও পাঁচজন আহত হন।'
এদিকে অস্ত্র বিরতি লঙ্ঘনের জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেজর জেনারেল বাবর ইফতেখার জানিয়েছেন, ভারতীয় সীমান্ত থেকে গোলা নিক্ষেপ করলে দুই পাকিস্তানি আহত হয়।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.